বাজারের প্রবেশ পথে ‘ডিজইনফেকশন পয়েন্ট’ স্থাপন

৩০ এপ্রিল, ২০২০ ০০:৪৫  
বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত কাঁচাবাজার কাজির দেউড়ির প্রবেশ পথে স্থাপন করা হয়েছে ৩টি জীবাণুমুক্ত গেইট- ‘ডিজইনফেকশন পয়েন্ট’। ১২ ফুট লম্বা স্টিল স্ট্রাকচারে ৪ ফুট প্রশস্ত ৪টি প্লাস্টিকের স্বচ্ছ টিনের বেড়া দিয়ে তৈরি করা হয়েছে গেটগুলি। এর ভেতর দিয়ে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে পুরো শরীরে জীবাণুনাশক স্প্রে হয়। ৬টি নজল দিয়ে মোটরের সাহায্যে স্প্রে করা হয় এই জীবাণুনাশক। একটি এক হাজার লিটার ধারণক্ষমতার প্লাস্টিকের কালো ড্রামও রয়েছে এ পয়েন্টের পাশে। আর প্রতিটি গেটের সামনেই রয়েছে ছোট্ট ট্রেতে ব্লিচিং পাউডার মেশানো পানি। এতে জুতোর তলা ভিজিয়ে তারপর গেটের ভেতর প্রবেশ করতে হয়। বুধবার নগরের কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি সিডিএ কাঁচাবাজারে ডিজইনফেকশন পয়েন্ট বসিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।